নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাওযীহুল উম্মাহ মডেল মাদ্রাসার দুইজন কুরআনের পাখি শবিনা খতম সম্পন্ন করছেন।
তারা হলেন, ঈদগাঁও আওলিয়াবাদের মনছুর আলমের ছেলে কামরুল হাসান নাঈম এবং শহরের বাজারঘাটা এলাকার নজরুল ইসলামের ছেলে আব্দুলাহ আল মারুফ।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে তারা শবিনা খতম শুরু করেছেন। শেষ আগামীকাল (২৭ ফেব্রুয়ারী) দুপুরে।
দুই হাফেজে কুরআনের শবিনা খতম উপলক্ষে মাদরাসা ক্যাম্পাসে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন বরেণ্য আলেম, শিক্ষাবিদ, অভিভাবকগণ উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রহমতুল্লাহ হারেছ বলেন, দ্বীনি শিক্ষার সাথে যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি গঠনের জন্য আমরা কাজ করছি। ইতোমধ্যে শিক্ষা কারিকুলামের মাধ্যমে সেটি আমরা প্রমাণ করতে পেরেছি।