জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
বাংলাদেশ জামায়াকে ইসলামী লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বর্ণাঢ্য র্যালিটি পদক্ষিণ করেন। র্যালি শেষে বাস স্টেশনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতের ইসলামী লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন শাখার আমির মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবুল কালাম।
আধুনগর ইউনিয়ন জমায়াতের সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম ছানুবী ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাওলানা শাহজাহান কুতুবীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাষ্টার আব্দুস সালাম, আধুনগর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির শামীম আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আধুনগর ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফার্নিচার বিভাগ শাখার সভাপতি হেলাল উদ্দিন আজাদ, ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল সম্পাদক, বাংলাদেশ জামায়াত ইসলামি যুব বিভাগের আধুনগর ইউনিয়ন শাখার সভাপতি মাষ্টার মুহাম্মাদ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির আধুনগর পশ্চিম সাথী শাখার সভাপতি মুহাম্মদ তারেক হোসাইন সহ ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল সহ সর্বস্তরের শ্রমিক ও ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
