এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ফসলি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয় এবং একটি ইটভাটাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল (১২ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ও ফাঁসিয়াখালী ইউনিয়নে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন।
উপজেলার উত্তর হারবাং এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা থ্রীএসবি ব্রিক ফিল্ড ও এলবিএম ব্রিক ফিল্ডে ইট তৈরি করে পোড়ানো হচ্ছিল। চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় অভিযান চালায়।
অবৈধভাবে কাঠের জ্বালানি ব্যবহার, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স হালনাগাদ না থাকা এবং প্রশাসনের নির্দেশনা অমান্য করে ইট পোড়ানোর দায়ে থ্রীএসবি ও এলবিএম ব্রিক ফিল্ডের চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
এছাড়া, এসবিএম ব্রিক ফিল্ড-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫(১) ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটাটি বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে, ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় জিএলবি ব্রিক ফিল্ডেও অভিযান চালিয়ে ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন বলেন, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি ভাটাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “চকরিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে হারবাং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, চকরিয়া থানা পুলিশের একটি দল ও চকরিয়া ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিলেন।