যাতায়াত সুবিধা পাবে ৫ উপজেলার ১০ লক্ষাধিক মানুষ

পেকুয়ায় ট্রাফিক পুলিশ সেবা চালু, যানজট নিরসনে উদ্যোগ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০১:৫৫ , আপডেট: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০১:৫৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সিবিএন ডেস্ক ;

সড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে প্রথমবারের মতো পেকুয়ায় ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালীর ১০ লক্ষাধিক মানুষ যাতায়াত সুবিধা পাবেন।

পেকুয়ায় ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োগ পেয়েছেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপি-৭৫৯৯০৪২৯৮৮)। কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে গত ১০ জানুয়ারি এ নিয়োগ দেওয়া হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, যানজট পেকুয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল। জেলা পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করার পর তিনি গুরুত্ব দিয়ে পেকুয়ায় একজন ট্রাফিক পুলিশ পরিদর্শক নিয়োগ দিয়েছেন। তার নেতৃত্বে একটি টিম যানজট নিরসনে কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী জনবল বাড়ানো হবে।

ট্রাফিক পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “পেকুয়াকে যানজটমুক্ত করতে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”