লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতা ও ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরফাতুর রহমান আদরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আধুনগর খাঁনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত আদর লোহাগাড়া উপজেলার আধুনগর উত্তর হরিণা চৌধুরী পাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের দুটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।