সরকার সন্ত্রাসীদের দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরসহ সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে।

৮ জানুয়ারি (শনিবার) থেকে এ অভিযান চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৭ জানুয়ারি (শুক্রবার) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পর শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযান সম্পর্কে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী হামলায় কয়েকজন গুরুতর আহত হন।

গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।