মিরপুরে কোয়ালিফায়ার ম্যাচে ব্যর্থতার পর, অবশেষে ব্যাট হাতে ফর্মে ফিরলেন তাওহিদ হৃদয়। তার দুর্দান্ত ফিফটিতে ফরচুন বরিশাল সহজ জয় পেয়ে ফাইনালে উঠে গেল। ৯ উইকেটের বিশাল জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম, তবে বাকি ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি।
ফরচুন বরিশাল ১৭.২ ওভারে এক উইকেট হারিয়ে সহজেই জয়লাভ করে, ১৬ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে দেয়। এর মাধ্যমে তারা প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয়।