সিবিএন:
বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার সিটি কলেজ। ফাইনাল ম্যাচে চট্টগ্রাম জেলার চ্যাম্পিয়ন শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে দলটি।

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে একতরফা আধিপত্য দেখায় কক্সবাজার সিটি কলেজ। দলের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে তারা। মোহাম্মদ সাকিব ম্যাচ সেরা এবং মো. রিফাত টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে শুরু হওয়া এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সেরা ২২টি কলেজ প্রতিযোগিতা করে। নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে শুধুমাত্র চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। ফলে কক্সবাজার সিটি কলেজ এবার জাতীয় মঞ্চে নিজেদের মেধার প্রমাণ করার সুযোগ পাচ্ছে।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মুহাম্মদ আনোয়ার পাশা। তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই টুর্নামেন্টে খেলোয়াড়রা যে প্রতিভা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। জাতীয় পর্যায়ে তাদের সফলতা কামনা করছি।”

কক্সবাজার সিটি কলেজের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ম্যানেজমেন্ট টিম ও কোচিং স্টাফ।

টিম ম্যানেজার:
অধ্যাপক জসিম উদ্দিন (সমাজবিজ্ঞান বিভাগ)
অধ্যাপক মং ওয়ান নাইন (ব্যবস্থাপনা বিভাগ)
অধ্যাপক জমির হোসেন (ব্যবস্থাপনা বিভাগ)
কোচ:
খালেদ হোসেন
টানা দ্বিতীয়বার বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়া কক্সবাজার সিটি কলেজের জন্য একটি বিশাল অর্জন। এবার জাতীয় পর্যায়ে কক্সবাজারের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দলটি। দলটির সাফল্য কামনায় ক্রীড়ামোদীদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষও আশাবাদী।