মো. আরকান, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল ১ ফেব্রুয়ারি শনিবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনেক উৎসাহ উদ্দীপনায় সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে ২০ টি ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়ায় উদ্বোধক হিসেবে উপস্থিতি ছিলেন আলভী-মনোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী জাফর ছাদেক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছোটন কান্তি সুশীল ও রহিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাপনী দিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমি সুপার ভাইজার উলফাত জাহান চৌধুরী, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর চৌধুরী, আবু জাফর এম.এ, জামায়াতে ইসলামী রাজাখালী ইউনিয়ন সেক্রেটারি এড. হুমায়ুন কবির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন আজাদ, বকশিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিন, পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক ও পেকুয়া উপজেলা স্কাউটসের নবনির্বাচিত সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এল.এম.আসহাব উদ্দিন হৃদয়, চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক মিশকাত কবির আজাদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য পল্লী চিকিৎসক রুহুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পেকুয়া উপজেলা আহবায়ক আবু ছিদ্দিক রনি, আনোয়ারুল ইসলাম রুবেলসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় পহরচাঁদা ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক আমির হোছাইন,রাজাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোছাইন শহীদ সাইফুল্লাহ, ইউপি সদস্যা শওকত আরা শেফু রাজাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান ও সমাজ সেবক হাজী মোঃ আব্দুল মান্নান, মোস্তাক আহমদ ও বামুলা পাড়া প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা নুরুল আজম, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও অনুষ্ঠানের অতিথি শিল্পী তাসমীম জন্নাত, উপকূলীয় সাহিত্য ফোরাম প্রতিষ্ঠাতা জাহেদুল আলম রিফাত, সভাপতি দিলরুবা ইয়াসমিনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে ওইদিন বিকেলে বার্ষিক পরীক্ষায় বিদ্যালয়ে ১ম স্থান অর্জনকারী ৯ম শ্রেণির শিক্ষার্থী রাজিবুল আমিন রাফি, ২য় স্থান অধিকারী ৭ম শ্রেণি শিক্ষার্থী তারিফুর ইসলাম তাজিজ, ৩য় স্থান অধিকারী ১০ম শ্রেণি শিক্ষার্থী ফৌজিয়া হোছাইন কণা এবং বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।