সিবিএন ডেস্ক
সারাদেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
তিনি জানান, চলতি বছর থেকেই শিক্ষকদের অন্যান্য দাবির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদন এবং নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে।
সরকারের এমন সিদ্ধান্তের পর আন্দোলনরত শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে, চলতি বছরের জুনের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন চূড়ান্ত না হলে ১ জুলাই থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এর আগে দুপুর দুইটার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দল। দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
