সিবিএন ডেস্ক
সারাদেশে রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রানিং স্টাফদের কর্মবিরতি সমাধানের লক্ষ্যে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তবে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান বৈঠক থেকে বেরিয়ে আসেন। তিনি সাংবাদিকদের জানান, “রেল সচিব-মহাপরিচালকের সঙ্গে কোনো সমাধানে পৌঁছাতে পারিনি। বিষয়টি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করব। আমরা আমাদের কর্মবিরতিতে অনড় রয়েছি।”
