মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১২টার পর কোনো ট্রেন চলেনি। তবে যেগুলো রাত ১২টার আগে শিডিউলে ছিল, সেগুলো চলাচল করছে।
সারাদেশে প্রায় ১,৭০০ রানিং স্টাফ কর্মরত আছেন। এদের মধ্যে গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক এবং টিকিট পরিদর্শক (টিটিই) রয়েছেন। দৈনিক ৮ ঘণ্টার কর্মঘণ্টা থাকলেও, তারা গড়ে ১৫ ঘণ্টার বেশি কাজ করেন। এর জন্য রানিং স্টাফরা মাইলেজ সুবিধা পান।
২০২২ সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় রানিং স্টাফদের পেনশন ও মাইলেজ সুবিধা বাতিল করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ধারাবাহিক আন্দোলন করে আসছেন।
সোমবার বিকেলে রেল ভবনে রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর রানিং স্টাফ ইউনিয়নের ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক সাঈদুর রহমান জানান, তাদের মাইলেজ ও রানিং অ্যালাউন্স বিষয়ে কোনো আশ্বাস মেলেনি। তাই কর্মবিরতি শুরু করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের দাবি পূরণে রেলপথ মন্ত্রণালয় সর্বোচ্চ আন্তরিক এবং বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে রানিং স্টাফরা এ আহ্বানে সাড়া দেয়নি।
কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। এ অবস্থায় দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন সাধারণ যাত্রীরা।
