অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নববর্ষ-২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “নতুন বছরের শুভেচ্ছা।” এ তথ্য সোমবার (২৭ জানুয়ারি) জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উপপ্রেস সচিব জানান, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. মুহাম্মদ ইউনূসকে এই শুভেচ্ছা বার্তা পাঠান।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। একই দিনে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
গত ৮ আগস্ট বঙ্গভবনের দরবার হলে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।