আব্দুস সালাম, টেকনাফ ;

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া টেকনাফ উপজেলা ফুটবল টিমকে সংবর্ধনা দিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের শিল্পকলা একাডেমিক সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধনা জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, “টেকনাফ উপজেলার ক্রীড়াঙ্গন আজ অনেকদূর এগিয়ে গেছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত গৌরবের বিষয়। ক্রীড়া, শিক্ষা ও পর্যটনের সমন্বয়ে টেকনাফের মাদকের তকমা মুছে দিয়ে একটি সমৃদ্ধশালী ও ক্রীড়াবান্ধব উপজেলা গড়ে তোলা হবে। খেলোয়াড়দের মানোন্নয়নে উপজেলা ও জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকাকে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার হতে পারে। তাই ক্রীড়া কার্যক্রমে উৎসাহ বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক খেলোয়াড়দের নগদ ২৫ হাজার টাকা উপহার দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি চৌধুরী সিয়াম ইলাহী, ফুটবল টিমের ম্যানেজার জামাল উদ্দিন, সহকারী ম্যানেজার ও ক্রীড়া সাংবাদিক ছৈয়দ আলম, কর্মকর্তা আব্দুল শুক্কুর, মোরশেদ আলম, তারেক আহমদ সাগর, খোরশেদ, কোচ মেহেদী হাসান, কামাল উদ্দিন এবং সহকারী কোচ রবিন।

সংবর্ধিত খেলোয়াড়রা বলেন, “টেকনাফের ইতিহাসে চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য গৌরবের। জয়ের এই যাত্রা অব্যাহত রাখতে হবে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার সহযোগিতা পেলে টেকনাফকে ক্রীড়াবান্ধব মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসিসি কর্মকর্তা নাশিদুল ইসলাম।