সিবিএন ডেস্ক ;

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী চান্দের গাড়ি উল্টে আটজন পর্যটক আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকবাহী গাড়ি (রাঙ্গামাটি-ব-১৬১৮) ১২ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেকের পথে ছিল। মাচালং একুজ্জাছড়ি এলাকায় রাস্তার একটি বাঁক অতিক্রম করতে গিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকসহ আটজন আহত হন।

আহতদের মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আহতরা হলেন: আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশরাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০), আল আমিন (৩২)।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জন পর্যটককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।