সিবিএন ডেস্ক
রাজধানীর সরকারি সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের ঘটনায় সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবিতে চার ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিকেল ৪টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার দুপুর ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উপস্থাপন করেন।
দাবিসমূহ:
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংঘাতের দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।
- ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
- ঢাবি শিক্ষার্থীদের দ্বারা সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিচারের আওতায় আনতে হবে।
- সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।
- সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে দ্রুত মিটিং করে সমস্যার সমাধান করতে হবে।
- ঢাবি সংলগ্ন এলাকাগুলোর রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।
রোববার সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়, টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজারে সড়ক অবরোধ করেন। পরে রাত সাড়ে ১১টায় তারা প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে সংঘর্ষ বাঁধে। এ সংঘাত ভোর ৩টা পর্যন্ত চলে।
সংঘাতের সূত্রপাত হয় যখন রোববার বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবি নিয়ে প্রো-ভিসি মামুন আহমেদের কার্যালয়ে যান। তাদের অভিযোগ, প্রো-ভিসি তাদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন এবং আলোচনা না করেই তাদের বের করে দেন। রাত সাড়ে ১২টায় প্রো-ভিসি এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন।
সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ দুপুর সাড়ে ১২টায় জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
