সিবিএন ডেস্ক
আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মুখোমুখি হচ্ছে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (আপ) এবং কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
আসন্ন নির্বাচন ঘিরে দিল্লির রাজনৈতিক পরিবেশ সরগরম হয়ে উঠেছে। এই অবস্থায় বিজেপি জিতলে দুই বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, বিজেপি অভিযোগ করেছে যে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন আম আদমি পার্টি নির্বাচনে জয়ী হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবসে ভোট প্রচারে অংশ নিয়ে অমিত শাহ বলেন, “আপ মানে অবৈধ আমদানিওয়ালি পার্টি। অরবিন্দ কেজরিওয়াল শুধুমাত্র মিথ্যা প্রচার এবং দুর্নীতির মাধ্যমে ভোট পাওয়ার চেষ্টা করেছেন।”
অমিত শাহ আরও বলেন, “আমরা দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানীতে পরিণত করব। জনগণ আমাদের জয়ী করলে দুই বছরের মধ্যে দিল্লিকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের হাত থেকে মুক্ত করব।”
তিনি দিল্লির বর্তমান সরকারকে দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য দায়ী করেন। জলাবদ্ধতা, নোংরা পানি সরবরাহ, শিক্ষাপ্রতিষ্ঠানের মানহীন অবস্থা এবং হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, “আপনারা বিজেপিকে জয়ী করুন, আমরাই দিল্লিকে উন্নত রাজধানীতে রূপান্তরিত করব।”
৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৫ ফেব্রুয়ারি, আর ফলাফল প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি।
নির্বাচনের প্রচারণা যত এগোচ্ছে, দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ততই উত্তপ্ত হচ্ছে। আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বিশেষত অবৈধ অভিবাসী ইস্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে।