কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে: ২টি নাইন এমএম পিস্তল, ২টি রিভলভার, ২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুটের একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, রাম দা ও চাকু, ৯ রাউন্ড শটগানের বুলেট।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. নাইমুল ইসলাম নাঈম (ঝাউতলা), আবির হামিদ মাহি (কালিয়াজুড়ি), সাজিদুল ইসলাম (ছোটরা ঈদগা), সাব্বির হোসেন (ছোটরা), মোহাম্মদ আলী (ছোটরা), জাবেদুর রহমান (ঝাউতলা), অভিজিৎ রায় সরকার (ধর্মসাগর), আবুল খায়ের (সাদকপুর, বুড়িচং), রাকিব (কালিয়াজুড়ি), অপু (ধর্মসাগর পাড়)।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে।

এ অভিযান কুমিল্লা নগরীতে অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।