সিবিএন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির একটি নন-বাইন্ডিং চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতিবছর বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) আর্জেন্ট এলএনজি রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটিই প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। নতুন প্রশাসনের জ্বালানি-বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থার প্রতিফলন হিসেবে এই চুক্তি উল্লেখযোগ্য।

আর্জেন্ট এলএনজি বর্তমানে যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় ২৫ মিলিয়ন মেট্রিক টন পার এনুম (এমটিপিএ) সক্ষমতার অবকাঠামো তৈরি করছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

মার্কিন প্রশাসন গত সোমবার একটি নির্বাহী আদেশের মাধ্যমে গ্যাস রপ্তানির সীমাবদ্ধতা তুলে দেয়, যা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনার অংশ। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী দেশ এবং ২০২৮ সালের মধ্যে তারা এই সরবরাহের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

লুজিয়ানার পোর্ট ফোরচনে অবকাঠামো নির্মাণ শেষে আর্জেন্ট এলএনজি বাংলাদেশের পেট্রোবাংলাকে গ্যাস সরবরাহ শুরু করবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “এই চুক্তি শুধু বাংলাদেশের বর্ধমান শিল্পের জন্য গ্যাস সরবরাহ নিশ্চিত করবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ককেও আরও শক্তিশালী করবে।”

জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদি সমাধানে বাংলাদেশ তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে। তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ আবারও কম দামি কয়লার দিকে মনোযোগ দেয়।