হাকিকুল ইসলাম খোকন : যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের পরিকল্পনা আদালতে স্থগিত হয়েছে। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, একজন ফেডারেল বিচারক এ আদেশ দেন।
‘জন্মসূত্রে নাগরিকত্ব’ হলো যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভের অধিকার। দীর্ঘদিন ধরে এই নীতি বদলানোর প্রতিশ্রুতি দিয়ে আসা ট্রাম্প, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তা বাস্তবায়নে পদক্ষেপ নেন।
তবে আদালত ১৪ দিনের জন্য তার এই নির্বাহী আদেশ কার্যকর স্থগিত করেন। সিনিয়র ডিস্ট্রিক্ট জজ জন কগেনর এই আদেশে বলেন, “এটি একটি নির্লজ্জভাবে অসাংবিধানিক পদক্ষেপ।”
জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সুরক্ষিত। সংশোধনীতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র এবং এর আওতাধীন এলাকায় জন্ম নেওয়া বা আত্মীকৃত প্রত্যেক ব্যক্তি যুক্তরাষ্ট্র এবং তাদের বসবাসকারী রাজ্যের নাগরিক।”
আদালতে চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়া
ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২২টি অঙ্গরাজ্য, সান ফ্রান্সিসকো শহর, এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াসহ বেশ কয়েকটি জায়গা মামলা করে। বিচারক কগেনর বলেন, “চার দশকেরও বেশি সময় বেঞ্চে রয়েছি। এমন অসাংবিধানিক পদক্ষেপ আগে দেখিনি।”
অভিবাসনবিরোধীরা এই নীতিকে অবৈধ অভিবাসীদের জন্য একটি “বড় চুম্বক” এবং “বার্থ ট্যুরিজম” বলেও সমালোচনা করে। তারা দাবি করে, এটি নথিপত্রহীন গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানে উৎসাহিত করে।
তবে সংবিধানের সংশোধনীর মাধ্যমে এই নীতি পরিবর্তনে কংগ্রেসের দুই কক্ষে দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।
সূত্র: এএফপি