সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস একদিনে তেরোটির বেশি বৈঠক করেছেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ড. ইউনূস ডাভোসে এসব বৈঠক করেন।
প্রেস সচিব জানান, ড. ইউনূস চট্টগ্রাম বন্দরকে আরও কার্যক্ষম করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, চট্টগ্রামে বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয় নিয়ে দু’টি বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দর কার্যক্ষম হলে এটি নেপাল, ভুটান ও উত্তর-পূর্ব ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করবে।
প্রেস সচিব আরও জানান, মেটার (ফেসবুক) সঙ্গে বৈঠকে বাংলাদেশে ফ্যাক্ট-চেকিং চালু রাখার ব্যাপারে আলোচনা হয়। তারা দেশে অপতথ্য ছড়ানোর বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
চার দিনের সফরে ড. ইউনূস ২০ জানুয়ারি সুইজারল্যান্ডে পৌঁছান। সেখানে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করছেন। সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।