সিবিএন ডেস্ক: 

উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। সব হত্যার বিচার হবে।”

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, “সাড়ে ১৫ বছর ধরে স্বৈরাচার সরকারের নিপীড়নে দেশের মানুষ অতিষ্ঠ। কারাগারগুলো বিরোধী দলের নেতাকর্মী এবং আলেমদের দিয়ে ভর্তি ছিল। ১৯৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে যত অপকর্ম হয়েছে, তার পেছনে আওয়ামী লীগ জড়িত। অথচ দায় চাপানো হয়েছে জামায়াতের ওপর।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, “বড়াইবাড়ি যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও, ফ্যাসিস্ট সরকারের কারণে তা বন্ধ রয়েছে।”

তিনি আরও বলেন, এই স্বৈরাচারী সরকারের দিন শেষ। বাংলার মাটি থেকে সব অন্যায়, নিপীড়ন ও হত্যার বিচার হবে।