সিবিএন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে সরব সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এবার এসব অভিযোগের প্রমাণ উপস্থাপনের আহ্বান জানালেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এটি জানান।
তিনি বলেন, “যারা দুর্নীতির অভিযোগ আনছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, অভিযোগের সাথে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করুন। যদি প্রমাণসহ আমার বা আমার পরিবারের বিরুদ্ধে অভিযোগ থাকে, সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করুন বা প্রয়োজনে মামলা করুন।”
তিনি আরও লেখেন, “কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও বা ব্যক্তিগত সাক্ষ্য থাকবে। ১ টাকার দুর্নীতিও প্রমাণিত হলে আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।”
হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য সংগঠনের স্বচ্ছতা এবং দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে এনেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অভিযোগগুলো নিয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে।