সিবিএন ডেস্ক ;

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্তৃপক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও এক সাংবাদিককে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ৮৪ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও বহিষ্কৃতদের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করেনি।

গত সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকাশ্যে আসে।

চবি প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৭৩ জন এবং এক সাংবাদিককে মারধরের ঘটনায় ১১ জনসহ মোট ৮৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।”

গত ১৪ ও ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। একই দিনে কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে নামিয়ে মারধর করা হয়। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মোবাইল ফোন তল্লাশি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া যায়।

৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় বোমা হামলার অভিযোগ ওঠে। একই দিনে দৈনিক পূর্বদেশ-এর সাংবাদিক শাহ রিয়াজকে মারধরের ঘটনাও ঘটে।

এ ধরনের সহিংসতার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।