চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা নিরসনে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
১. সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
২. সীমান্ত এলাকায় গুজব বা অপপ্রচার রোধে উভয় দেশের মিডিয়া সতর্ক থাকবে।
৩. সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত।
৪. স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত রাখার বিষয়ে উদ্যোগ।
বুধবার (২২ জানুয়ারি) সকালে সোনামসজিদ বিজিবি বিওপির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি: রাজশাহী বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ।মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া
বিএসএফ:মালদা সেক্টর ডিআইজি অরুণ কুমার গৌতম। ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।