হ্যাপী করিম, মহেশখালী:

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে মহেশখালীর অদম্য মেধাবী তাজকিয়া মোস্তারিন আবরিন পুতু।

গত রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় প্রকাশিত ফলাফলে জানা গেছে, তাজকিয়া ৭৪.৫ নম্বর পেয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী তাজকিয়া এর আগেও একাধিকবার কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

তাজকিয়া মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মরহুম মাস্টার নুরুল ইসলামের নাতনি এবং গোলাম মাওলা সুযোগের কন্যা। ধারাবাহিক সাফল্যের এই যাত্রায় তাজকিয়া ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ (সব বিষয়ে এ+) পেয়েছে। এর আগে মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করে।

তাজকিয়া সপ্তম শ্রেণিতে ‘শেখ রাসেল মেমোরিয়াল গণিত উৎসব-১৯’-এ সেরা গণিতবিদ নির্বাচিত হয়। এছাড়া অষ্টম শ্রেণিতে উইংস মেধাবৃত্তি এবং পিএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে বৃত্তি লাভ করেছে।

ঢাকায় মেডিকেলের প্রস্তুতির জন্য রেটিনা কোচিং সেন্টারে অধ্যয়নরত অবস্থায় অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে অসাধারণ ফলাফল করেও সে শিক্ষকদের প্রশংসা কুড়িয়েছে।

তার এই সফলতায় তাজকিয়ার পরিবার অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা জানিয়েছে স্কুল, কলেজ ও কোচিং শিক্ষকদের প্রতি। পরিবারের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।

তাজকিয়া অনুভূতি প্রকাশ করে জানায়, সফলভাবে এমবিবিএস শেষ করে বিসিএস পরীক্ষায়ও কৃতিত্ব অর্জন করতে চাই। এজন্য সবার দোয়া ও সমর্থন প্রয়োজন।”

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। দেশের ১৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। আসন সংখ্যা ছিল ৫ হাজার ৩৮০টি। প্রতিটি আসনের বিপরীতে ২৫ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করেছে।

তাজকিয়ার এই অসাধারণ সাফল্য মহেশখালীবাসীর জন্য গর্বের এবং নতুন প্রজন্মের জন্য প্রেরণাদায়ক।