দীর্ঘ ১৫ মাসের বিধ্বংসী যুদ্ধের অবসানে রোববার সকাল থেকে গাজায় বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এই যুদ্ধবিরতির পূর্বমুহূর্তেও চলেছে ভয়াবহ হত্যাযজ্ঞ।

গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৪৭ হাজারে পৌঁছেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন ১০ হাজারেরও বেশি মানুষ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

ইসরায়েলি আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের তথ্য মতে, এই আক্রমণে প্রায় ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। খাদ্য, বিশুদ্ধ পানি, এবং ওষুধের তীব্র সংকটে ফিলিস্তিনিরা চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি।

ইসরায়েলের আক্রমণে হাসপাতাল, স্কুল, মসজিদসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।