মক্কা ও মদিনার পবিত্র মসজিদের প্রিয় গাইড শেখ মোস্তফা আল-দাব্বাগ আর নেই। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেছেন। হারমাইন শরিফাইন কর্তৃপক্ষ তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে।
শেখ আল-দাব্বাগ তার জীবনের প্রতিটি মুহূর্ত হাজিদের সেবা ও ইবাদতের সঠিক পদ্ধতি শেখানোর জন্য উৎসর্গ করেছিলেন। তাওয়াফ, সাঈ ও অন্যান্য ইবাদতে তিনি হাজিদের পথ দেখাতেন।
কাবার তাওয়াফ এলাকা বা সাফা-মারওয়ার পথে তার উপস্থিতি হাজিদের জন্য ছিল প্রশান্তির উৎস। ইহরাম পরিধানের নিয়ম থেকে শুরু করে হজ ও ওমরাহর আদব শেখানো, তিনি ছিলেন হাজিদের জন্য এক অভিভাবকসুলভ সঙ্গী।
তার প্রস্তাবিত অনেক উদ্যোগ, যেমন হারামের প্রবেশপথে জুতা রাখার ব্যাগের ব্যবস্থা, কর্তৃপক্ষ বাস্তবায়ন করেছে।
তার সাদাসিধে জীবনযাপন, বিনয় ও আল্লাহর ইবাদতে গভীর মনোযোগ তাকে ‘জাহেদ শেখ’ উপাধি এনে দেয়। তিনি ছিলেন ধর্মপরায়ণতা ও উদারতার মূর্ত প্রতীক।
বিশ্বজুড়ে লাখো মুসলিম তার সেবার কথা মনে রেখেছে। তার মৃত্যুতে পুরো মুসলিম উম্মাহ গভীর শোকাহত। তার জীবন ও সেবা ইসলামের প্রতি তার নিবেদিতপ্রাণতার উজ্জ্বল উদাহরণ।