নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ তম ব্যাচের জমজমাট পারিবারিক মিলন মেলা আগামীকাল শুক্রবার।

পর্যটন শহরের সুগন্ধা পয়েন্টের গ্রিন নেচার রিসোর্টে স্বপরিবারে আনন্দ উৎসবে মাতবে প্রাক্তন চবিয়ানরা। বয়সের ফ্রেম ভেদ করে যৌবনের জোয়ারে বুক ভাসাবে তারা।

ইতোমধ্যে আয়োজন ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা জড়ো হতে শুরু করেছে সমুদ্র শহরে।

শুক্রবার সন্ধ্যা বেলায় যে যার মত করে আনন্দ আড্ডায় মেতে উঠবে সাগরের পাড়ে।

ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করবেন আব্দুস সবুর, আশরাফ হোসাইনের মতো ২৫ তম ব্যাচের প্রিয় বন্ধুরা।

বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ। আরো বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বর্ণিল আয়োজনে সব বন্ধুর যথাসময়ে উপস্থিতি কামনা করা হয়েছে।