২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা কোরবানির ঈদের পর, আগামী জুন মাসের শেষ সপ্তাহে শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্ভাব্য সূচির খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানোর কাজ চলছে। ফরম পূরণ কার্যক্রম শুরু হবে ২ মার্চ থেকে।
কলেজগুলোকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এরপর শুরু হবে ফরম পূরণ।
আগে এসএসসি ও এইচএসসি যথাক্রমে ফেব্রুয়ারি এবং এপ্রিলে অনুষ্ঠিত হতো। তবে করোনার কারণে ২০২০ সাল থেকে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়, যা এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।