ড. ফয়জুল হক:
ড. মিজানুর রহমান আজহারি বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নির্মোহ একজন ইসলামিক স্কলার। তিনি ৫ বছর দেশের বাহিরে থেকেছে শুধুমাত্র হাসিনার কারণে। আজহারি একজন যিনি টাকার পিছনে হাটলে প্রতিদিন ১ কোটি টাকা ইনকাম করতে পারেন। শুধু একটি মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য কত হাজার মানুষ বিরক্ত করেন তাকে। অত্যন্ত সচেতন একজন ইসলামিক স্কলার তিনি।চাইলে অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলতে পারেন আজহারি। আজহারি বাংলাদেশ থেকে ৫ বছর পূর্বে মালয়েশিয়াতে যখন ফাইনালি চলে যান, ঠিক তখনই লীগের দোসররা তার মাহফিলগুলোতে পর্যন্ত যাওয়া বন্ধ করে দেন। তিনি এখন পর্যন্ত জনগনের কাছে ক্লিন ইমেইজের মানুষ ও দাঈ ইলাল্লাহ। খুব কাছ থেকে দেখেছি তার জীবন ও কর্ম।তার কোন হাদিয়ার ডিমান্ড নেই। তবে তিনি অত্যন্ত পরিমার্জিত সুন্দর ভাবে সব মাহফিলগুলো আয়োজনের পক্ষে।যুবকদেরকে কাছে টানার বিশেষ জ্ঞান রয়েছে তার।মানুষ হিসেবেও অত্যন্ত নরম দিলের মানুষ। তিনি নিশ্চয়ই জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি রাজনীতি, সমাজনীতি ও আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক।আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবও সব বিষয়ে কথা বলতেন। কাউকেই ভয় পেতেন না। যদিও তিনি সরাসরি একটি রাজনৈতিক দল করতেন। তবুও সব বিরোধী মানুষও তাকে গ্রহন করতে বাধ্য হয়েছে। আজহারি সাহেব এখনো কোন দলে সরাসরি সম্পৃক্ত নন। তার আলোচনা কাউকে আনন্দিত করবে কিংবা কাউকে হতাশ করবে তাতে কিচ্ছু যায় আসেনা। ইসলামিক স্কলারগণ কারো পকেটে ডুকে কথা বলবেনা। যারা পকেটে ডুকাতে চাইবেন তাঁরাই মানুষের কাছ থেকে দূরে চলে যাবেন। আমি সকল ধর্মীয় স্কলারদেরকে স্বাধীন দেখতে চাই। আজহারি সাহেবকে নিয়ে কিছু মানুষ মিথ্যাচার করে নিজেদের দুর্বলতা গোপন করতে চাচ্ছেন যা সঠিক নয়। মিজানুর রহমান আজহারির দুটি বাংলাদেশে হওয়া দু’টি মাহফিলে আমি গিয়েছি এবং নিজ চোখে দেখে এসেছি কি পরিমান মানুষ মাহফিলে আসে। এই মানুষের পিছনে কেউ লাগতে গিয়ে হয় শাহবাগী না হয় লীগ হতে পারবেন। এর চাইতে বেশী কিছুই না। রাজনৈতিক দলগুলোর অন্তত যে কোন আলোচনা শুনলে হজম করার মতো শক্তি থাকতে হবে। রাজনীতি করতে চাইলে সব কথার রিয়েক্ট দেওয়ার মানসিকতা পরিহার করতে হবে। সমমনা মানুষদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর যদি মনে করেন আপনি আমরা অনেক দামী এবং জনপ্রিয় তাহলে আজহারির মতো জনপ্রিয় কিংবা জনসমাগম হাজির করার মাধ্যমে নিজেকে প্রমান করতে পারেন। আজহারি নিয়ে বা আলেমদের নিয়ে নেগেটিভ পোষ্ট করার পরে কমেন্টস পড়ার মতো ধৈর্য যাতে থাকে। আর যদি তার বিরোধীতার মাধ্যমে কারো আপন হতে চাচ্ছেন তা হয়তো অর্জন করতে পারবেন।
✍️ড. ফয়জুল হক
বিশিষ্ট রাজনীতি গবেষক ও বিশ্লেষক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।