সিবিএন ডেস্ক ;
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ, যেখানে প্রতিটি ইঞ্চি মাটিতে উন্নয়নের সম্ভাবনা নিহিত। তবে এক শ্রেণির সুবিধাভোগী, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতৃত্ব ও আমলাতন্ত্রের কারণে দেশ বারবার পিছিয়ে পড়ছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুঃশাসনে দেশের মানুষ চরম কষ্ট ভোগ করেছে। তবে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আমরা তারুণ্যনির্ভর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব অর্পণ করে বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করার সময় এসেছে। জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র বিনির্মাণে সবার জামায়াতের পতাকাতলে সমবেত হওয়া উচিত।”
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য উক্ত বক্তব্যগুলো তিনি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রদান করেন। ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আলেমরা।
বিশেষ বক্তার বক্তব্য বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইনের পুত্র মাওলানা শামীম সাঈদী প্রধান বক্তা হিসেবে বলেন, “বাংলাদেশের মানুষ কুরআন ও ইসলামকে হৃদয়ে ধারণ করে। যারা ইসলাম ও কুরআনের পথে মানুষকে আহ্বান করে, তাদের প্রতি জনগণের ভালোবাসা চিরন্তন। এ দেশের মানুষ কখনো ঈমান, দেশপ্রেম ও ইসলামপ্রীতি থেকে বিচ্যুত হবে না। আমাদের সবার লক্ষ্য ইসলামী আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়া।”
বিশেষ অতিথিদের বক্তব্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, বান্দরবান জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, সহকারী সেক্রেটারি মাওলানা নূরুল হাকিম, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা রফিকুল আলম, জামায়াত নেতা মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ নাছিম, তৈয়ব উল্লাহ ও ছাত্রনেতা ছালামত উল্লাহ।
সম্মেলনের সঞ্চালনা সম্মেলনের সঞ্চালক ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শামসুল আলম।
সম্মেলনের মূল বার্তা বক্তারা জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
