নুরুল করিম, মহেশখালী:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশখালীতে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
বুধবার (১ জানুয়ারি) সকালে র্যালি পূর্ববর্তী ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ নয়ন ও ইমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন:
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক: আ স ম জাহেদুল হক নাহিদ। সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ: সিরাজুল ইসলাম সিরাজ, আনচার উল্লাহ, আবু তাহের, নুর হোসেন আলমগীর, আবুল কাশেম, জিয়াউর রহমান ডালিম, ইমতিয়াজ হাসান, আসাদ উল্লাহ হেলালী।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক: আসমাউল হাসান খোকা, তায়েব ইলাহি সিকদার, সায়েম সিকদার, সাইফুল ইসলাম। পৌর আহ্বায়ক: জাহেদ হাসান জিসান।মহেশখালী কলেজ ছাত্রদলের আহ্বায়ক: একরামুল হক।ইউনিয়ন ও শাখা নেতৃবৃন্দ: হোয়ানক, মাতারবাড়ি, কালারমারছড়া, শাপলাপুর, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, এবং সাংগঠনিক সম্পাদকরা।
র্যালিটি বড় মহেশখালী থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। দলীয় পতাকা ও রঙিন ব্যানার হাতে নেতাকর্মীরা জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন। শোভাযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং সাবেক এমপি আলমগীর ফরিদের নামে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।
আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “১৯৭৪ সালের বিপ্লব-পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”
মহেশখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেন। শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
