বুধবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েকজন নেতার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, হ্যাকড হওয়া আইডির মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, অনলাইন অ্যাকটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমসহ আরও অনেকে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকেও হ্যাক হওয়া আইডিগুলো সার্চ করে পাওয়া যায়নি।
এদিকে, অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়্যেব আহমেদ রাত ৯টার দিকে তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখেছেন, ”যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিংক দিন।” তার এই স্ট্যাটাসের নিচে শতাধিক কমেন্টে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ হ্যাক হওয়ার অভিযোগ জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাদের আইডি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
