সিবিএন :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আজ এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জাহিদুল ইসলাম ছাত্রজীবন থেকেই শিবিরের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের কেন্দ্রীয় নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নতুন সভাপতির দায়িত্ব নিয়ে জাহিদুল ইসলাম বলেন,
“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাব। শিক্ষার মানোন্নয়ন, মূল্যবোধ ও মানবসেবায় ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করতে সংগঠনকে আরও কার্যকরভাবে পরিচালনা করাই আমার লক্ষ্য।”
এছাড়া, কেন্দ্রীয় কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে শিবির তাদের কর্মসূচি বাস্তবায়নে আরও দৃঢ় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
নতুন সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে শিবিরের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন গতির প্রত্যাশা করা হচ্ছে।
