সিবিএন ডেস্ক ;

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আমদানি নিষিদ্ধ ওষুধসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় স্থানীয়দের সহায়তায় বিজিবি ওই ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তি ডাব্বর লাং (২৬)। তিনি ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের বাসিন্দা এবং জুবেন সুটিংয়ের ছেলে।

বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তির কাছ থেকে ২৫ গ্রাম এডানক পাউডার উদ্ধার করা হয়েছে, যা আমদানি নিষিদ্ধ।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সংগ্রামপুঞ্জি এলাকায় অনুপ্রবেশের সময় ডাব্বর লাংকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ওষুধ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।”