সিবিএন ডেস্ক ;
ক্রিকেটারদের পারিশ্রমিক ও টিকিট বিতর্ক নিয়ে উত্তেজনার মধ্যেই শুরু হলো এবারের বিপিএল আসর।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে মিরপুরে টিকিট সংগ্রহের জন্য বুথগুলোর সামনে ভিড় জমাতে থাকেন দর্শকরা। তবে সোল্ডআউটের ঘোষণা আসার পর উপস্থিত দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ক্ষুব্ধ দর্শকরা বিসিবির মূল ফটক ভেঙে ফেলেন এবং গেটের সামনে থাকা ব্যানার-প্ল্যাকার্ড ভাঙচুর করেন। সেই ভাঙা কাঠ নিয়ে গেটে আক্রমণ করেন তারা।
দর্শকরা রাস্তা বন্ধ করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন, ফলে মিরপুর এলাকায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা।
বিক্ষোভ থামাতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিসিবির নিজস্ব নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় অনেক দর্শক আহত হন।
এই বিশৃঙ্খল পরিস্থিতি বিপিএলের প্রতি দর্শকদের ক্ষোভ ও হতাশার ইঙ্গিত দেয়। বিপিএল শুরুর আগে এমন ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।