সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের ট্যুরিজমকে আরও বেশি প্রচার করা হলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, বাংলাদেশের সমুদ্র সম্পদ অর্থনৈতিক উন্নয়নের বিশাল সম্ভাবনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে কক্সবাজারের ট্যুরিজম এই খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।

সভায় পর্যটন শিল্পের বিকাশ, একবার ব্যবহৃত প্লাস্টিক বর্জন, স্বাস্থ্য শিক্ষা এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন কক্সবাজারের ট্যুরিজমকে আধুনিক প্রযুক্তির সাহায্যে আরও উন্নত করার পরামর্শ দেন।

সভায় জেলার বিভিন্ন দফতর ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।