সিবিএন ডেস্ক ;
দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে আগামীকাল সোমবার।
একাদশ আসর শুরুর আগের দিন বিসিবি টিকিটের মূল্য তালিকা প্রকাশ করে।
প্রথম দফায় বিপিএলের ম্যাচগুলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।
টিকিট বিক্রি শুরু হবে আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। উদ্বোধনী ম্যাচের দিন সকাল ১০টা থেকে পাওয়া যাবে টিকিট।
মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর এবং পল্টনের ভিআইপি রোডে মধুমতি ব্যাংকের শাখাগুলো থেকে টিকিট কেনা যাবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।