চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুকে লাঞ্ছিত ও জুতার মালা পরিয়ে এলাকা ছাড়ার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারী নুরু এবং পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিডসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল এবং মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার বলেন, “আমরা কোনো দুষ্কৃতিকারী বা আওয়ামী লীগের পক্ষে প্রতিবাদ করছি না। আমাদের প্রতিবাদ একজন বীর মুক্তিযোদ্ধাকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে।”
এ ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা।
