সিবিএন ডেস্ক
তাইওয়ানের মধ্যাঞ্চলের তাইচুং শহরে একটি নির্মাণাধীন পাঁচতলা খাদ্য প্রক্রিয়াজাতকরণ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনের এক প্রান্ত থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে, যা আশপাশের বাড়িঘরকেও কালো ধোঁয়ায় ঢেকে দেয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার সময় তৃতীয় তলা থেকে ঝাঁপ দেওয়ার ফলে একজন ঘটনাস্থলেই মারা যান।
ফায়ার সার্ভিস ইউনিট ১৯ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সন্ধ্যা পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ভবনের প্রচুর পরিমাণে ফোম প্যানেলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি তাইওয়ানে নির্মাণ নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
