আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেলের বিকট শব্দে সীমান্ত এলাকা কেঁপে উঠেছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ২টার দিকে এসব শব্দ শোনা যায়। এর ফলে সীমান্তের বাসিন্দাদের ঘুম ভেঙে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফের শাহপরীরদ্বীপের বাসিন্দা জাবেদ নজির জানান, “মধ্যরাতে হঠাৎ মর্টার শেলের ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙে যায়। শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করে।”

একই এলাকার নুর কামাল বলেন, “রাখাইনের দিক থেকে আসা শব্দে আমাদের বাড়িঘর কেঁপে ওঠে। মনে হয়েছে, যেন আমাদের বাড়ির কাছেই মর্টার আঘাত হেনেছে। এমন শব্দ আগে কখনো শুনিনি।”

মোহাম্মদ জামাল বলেন, “রাখাইনে মর্টারের বিকট শব্দ শোনা গেছে। এরপর আট-দশটি গুলির শব্দও পাওয়া যায়। আমরা খুব ভয় পেয়েছিলাম, বিশেষ করে ছোট বাচ্চারা।”

জালিয়া পাড়ার বাসিন্দা ছৈয়দ আলম বলেন, “বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে মনে হয়েছে, বোমা বা মর্টার শেল খুব কাছেই পড়েছে। এরকম শব্দ আমরা আগে কখনো শুনিনি।”

রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশের সাথে প্রায় ২৭৫ কিলোমিটার সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল ছৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, “মিয়ানমারের রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।

নাফ নদীতে বিজিবি ও কোস্টগার্ডের কড়া নজরদারি চলছে। সীমান্তের উত্তেজনা মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।