সংবাদ বিজ্ঞপ্তি:
পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন সিইএইচআরডিএফ এর উদ্যোগে গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার, শোষণমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ক্ষমতায়ন, সাংস্কৃতিক মূল্যবোধ, অন্তর্ভুক্তিমুলক, মানবিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সিইএইচআরডিএফ ডেমোক্রেসি কনফারেন্স।
১৩ ডিসেম্বর কনফারেন্সে সভাপতিত্ব করেন সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।
এতে স্বাগত কথা বলেন সিইএইচআরডিএফ উপ-প্রধান সমন্বয়ক (এসওএস) ও কনফারেন্সের আহবায়ক রুহুল আমিন।
সভাপতির বক্তব্যে মোঃ ইলিয়াছ মিয়া বলেন স্বাধীনতার ৫৩ বছর পরেও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্রের দাবি অনেক দুঃখজনক বিষয়। পাকিস্তানের বিরুদ্ধে এই জাতি রক্তস্নাত বিপ্লবের মাধ্যম স্বাধীনতা অর্জন করেছিল একটি গণতান্ত্রিক, সমতা ও ন্যায় ভিত্তিক আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু সেই রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম বেহাত হয়েছে এদেশের রাজনৈতিক দলগুলোর ঔপনিবেশিক মানসিকতা ও জনগণের রাজনৈতিক অচেতনতার কারণে। এখন আমরা লক্ষ্য করছি দেশে একটি পরিবর্তনের আবহ তৈরি হয়েছে। এখন সময় জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার। তিনি আরও বলেন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এদেশের জনগণ আরও কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্তে ধাবিত হতে পারে না।
অতিথিদের বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির পূর্বশর্ত হচ্ছে জনগণের রাজনৈতিক সচেতনতা। তিনি আরও বলেন মহেশখালীতে অতীতে বহু পরিবারতান্ত্রিক রাজনীতি বিরাজমান ছিল। সেই বৃত্ত থেকে বের হয়ে তরুণ নেতৃত্বাধীন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা সময়ে দাবি।
জাতীয় নাগরিক কমিটির সদস্য এস এম সুজা উদ্দিন বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের ফলে এদেশে সাধারণ জনগণের মাঝে নতুন রাজনৈতিক আবেদন তৈরি হয়েছে। যা জুলাই বিপ্লবের মৌলিক আকাঙ্ক্ষা।
কনফারেন্সে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ উপ-প্রধান লিডার(এলডিএস)
আব্দুল মান্নান রানা, ব্যাংকার মির্জা কামরুল হাছান তারেক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি নুরুল বশর পারভেজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এস এম রুবেল, সিইএইচআরডিএফ ফিল্ড সেক্রেটারি(ন্যাশনাল) আব্দুল্লাহ আল মুবিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।