ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারের প্রায় দুই হাজার নির্মাণ শ্রমিক পরিবারের সদস্যের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম। সেই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও দেওয়া হয়েছে।

কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে ১৩ ডিসেম্বর সকাল থেকে চক্ষু, যৌন ও চর্ম, নবজাতক ও শিশু, ডায়াবেটিস, নাক কান গলাসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

খতনা ক্যাম্প, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্টও করা হয়। সুশৃংখলভাবে চিকিৎসা সেবা গ্রহণ করেছে রোগীরা।

পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছেন লায়ন ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাউদ্দিন।

লায়েন্স ক্লাব এর মাধ্যমে চিকিৎসা সেবা পেয়ে বেশ সন্তুষ্ট রোগী ও তাদের স্বজনরা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ট্রি প্লানটেশন, মশারি ও শিক্ষা উপকরণ বিতরণ। শারীরিক অক্ষম রোগীদেরকে মাঝে বিতরণ করা হয়েছে হুইল চেয়ার।
বায়তুশ শরফ হাসপাতালের সহযোগিতায় চক্ষু রোগীদের পাওয়ার টেস্ট, স্থানীয় অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থা করেছে আয়োজকরা। দীর্ঘদিন ধরে এমন মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করে আসছে লায়ন্স ক্লাব, এমনটি জানালেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মিজানুল করিম।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদানকারীসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রোগ্রাম চেয়ারপারসন লায়ন মোহাম্মদ সামশুদ্দীন ফারুকী।

মানবিক কর্মসূচির জন্য লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম

ফ্রি মেডিকেল ক্যাম্পে সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দীন, এএসপি (সদর সার্কেল) আহাম্মেদ পিয়ার, কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম, প্রোগ্রাম সচিব লায়ন বেলাল উদ্দিন, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন দিদারুল আলম, লিও ক্লাব অব কক্সবাজার ফ্রীডম, লিও ক্লাব অব মহেশখালী ফ্রীডম, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।