কক্সবাজার প্রতিনিধি;

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকেই তৈরি হয়েছে এই জটিলতা। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে অচলাবস্থা কবে কাটবে, তা এখনো অজানা।

সব জটিলতার মধ্যেও চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ অব্যাহত রয়েছে। আয়োজক দেশ পাকিস্তানে ১৬-২৫ নভেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শন শেষে এটি আফগানিস্তানে যায় ২৬-২৮ নভেম্বর। আজ (৯ ডিসেম্বর) ট্রফিটি পৌঁছেছে বাংলাদেশে, যেখানে এটি ১৩ ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ পর্বের প্রথম প্রদর্শনী হবে ১১ ডিসেম্বর কক্সবাজারের লাবণী পয়েন্টে। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জনসাধারণ ট্রফি দেখতে পারবেন। এরপর এটি ঢাকায় নিয়ে আসা হবে।

১২ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি প্রদর্শিত হবে। ১৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক ও সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ পর্ব শেষে চ্যাম্পিয়নস ট্রফি ১৫-২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায়, এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে প্রদর্শিত হবে। ১৫ জানুয়ারি ট্রফি পৌঁছাবে ভারতে।