বেগম রোকেয়া দিবস ও পদক প্রদান উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে।

ড. ইউনূস বলেন, বেগম রোকেয়া ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন সমাজে নারী শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। তার লেখনী ও আদর্শের মাধ্যমে আমরা আজ একবিংশ শতাব্দীতে এসে তার স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাচ্ছি।

তিনি জানান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরির সহায়তা, কর্মজীবী হোস্টেল, বাল্যবিবাহ রোধ সচেতনতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল, ন্যাশনাল হেল্পলাইন (১০৯) এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মতো নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

বেগম রোকেয়া পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন, নারীদের উন্নয়নে সবাইকে রোকেয়ার আদর্শে উজ্জীবিত হতে হবে।

প্রধান উপদেষ্টা ‘বেগম রোকেয়া দিবস-২০২৪’ ও ‘বেগম রোকেয়া পদক প্রদান-২০২৪’-এর সফলতা কামনা করেন।