নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার এবিসি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে জমজম মার্কেটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান।
তিনি বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী সিন্ডিকেটসহ কোন অপরাধীচক্রকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও উন্নয়নে পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে। পর্যটন নগরীর স্বার্থে প্রয়োজনে কমিউনিটি পুলিশকে আবারো সক্রিয় করা হবে।
সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আগত অতিথি ও ব্যবসায়ী নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন সমিতির নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, বড়বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম আমিন, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, সহ-সভাপতি নুরুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগর, কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সরওয়ার রোমন, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক মসউদুর রহমান মাসুদ, এ বি সি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হুমায়ুন কবির, সাতকানিয়া লোহাগাড়া সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান, ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মো. খালেদ ওমর রানা, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
এবিসি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলায় কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের উপদেষ্টা ফিরোজ আহমদ ওসমানী, সমিতির সহ সভাপতি জিয়াউল হক বাবুল, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়িক কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি মুছা কলিম উল্লাহ, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, ফেডারেশনের সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. হেলাল উদ্দিন, এবিসি রোডের প্রবীণ ব্যবসায়ী আবদুশ শুক্কুর, আবুল কালামসহ এবিসি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সমিতির অফিসে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়। এ সময় থানার ওসিসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক বনভোজন ও মিলন মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোরশেদুল আলম, অর্থ সচিব নয়ন দেবনাথ, মহিউদ্দিন, আক্তার কামাল, মোজাম্মেল, কাজল বাবু, আদিনাথ বাবুসহ যারা বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানান সভাপতি মোঃ হাবিবুর রহমান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।