সিবিএন ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির মতো একটি গণতান্ত্রিক দল সুষ্ঠু নির্বাচন চায়, যা অত্যন্ত স্বাভাবিক। এ লক্ষ্যে সবাইকে যথাযথ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, বিএনপি দেশে দ্রুত স্থিতিশীল পরিস্থিতি দেখতে চায়। শনিবার (৭ ডিসেম্বর) ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “বিএনপির ৩১ দফাই চূড়ান্ত কোনো বিষয় নয়। যদি এর চেয়ে ভালো কোনো প্রস্তাব কেউ দেয়, আমরা তা গ্রহণ করতে প্রস্তুত। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা ৩১ দফা বাস্তবায়ন করব।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বার্তা ছিল, “জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আমার এবং আপনাদের। স্বৈরাচার সরকারের পতন সম্ভব হয়েছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ও রাজনৈতিক দলের সহযোগিতায়। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “নেতাকর্মীদের নিজেদের ভুলত্রুটি সংশোধন করতে হবে। জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখতে আমাদের কঠোর ভূমিকা নিতে হবে।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, “দেশে জবাবদিহিতার অভাবের কারণে আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা পাচার করেছেন। আমরা একটি জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তুলতে চাই, যা শুধু জাতীয় পর্যায়ে নয়, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও কার্যকর হবে।”
তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের আস্থা ধরে রাখা এবং স্বচ্ছ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।