নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের প্রথম ও জনপ্রিয় অনলাইন কক্সবাজার নিউজ-সিবিএন এর প্রতিনিধি সভা সম্পন্ন হয়েছে।
জুমাবার (৬ ডিসেম্বর) বিকালে শহরের একটি কনফারেন্স হলে অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বার্তা সম্পাদক ইমাম খাইর।
প্রতিনিধিদের উদ্দেশ্যে সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী বলেন, নানামুখী বিরোধিতা ও প্রতিকূলতার মাঝেও স্বৈরাচারদের বিরুদ্ধে সত্য প্রকাশ করে গেছে সিবিএন। অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। ধরে রাখতে হবে পাঠকের আস্থা ও ভালোবাসা।
বিশেষ প্রতিবেদক এম.এ আজিজ রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিবিএনের উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ আবু ছিদ্দিক ওসমানী, বিশেষ প্রতিবেদক বলরাম দাশ অনুপম, স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম শামস, আরোজ ফারুক, আশরাফ বিন ইউছুপ, তাহসিন হাসান, আবাসিক প্রতিবেদক শহীদুল ইসলাম সিরাত, রামু প্রতিনিধি আবুল কাশেম, পেকুয়া প্রতিনিধি মোহাম্মদ ফারুক, মো. আরকান, টেকনাফ প্রতিনিধি আবদুস সালাম, মো. আরাফাত সানি, উখিয়া প্রতিনিধি এইচএম জালাল উদ্দিন, ঈদগাঁও প্রতিনিধি আজিজুর রহমান রাজু, রিপোর্টার তৌহিদুল ইসলাম ফরহাদ, মো. আরিফ ও আবদুল নবী।
প্রতিনিধি সভায় নভেম্বর মাসের সেরা রিপোর্টার মনোনীত হয়েছেন টেকনাফ প্রতিনিধি মো. আরাফাত সানি। সিবিএনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এছাড়া মাত্র ১০ মাসে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করায় সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর এর একমাত্র ছেলে আরিয়ান তাহমিদ রাইয়ানকে সংবর্ধিত করেছে সিবিএন। কুরআনের পাখি রাইয়ানের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীসহ অতিথি ও সাংবাদিকগণ।
সভায় সিবিএন এর প্রতিনিধিগণ নিজস্ব মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। তারা জেলার জনপ্রিয় এই মিডিয়া হাউজকে আরো এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ হন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।