সিবিএন ডেস্ক:
প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী আবু জাফর আর নেই।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবু জাফর ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। পেশাগত জীবনে তিনি চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।
রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের সংগীতশিল্পী ও গীতিকার হিসেবে তার অবদান অপরিসীম। দেশাত্মবোধক ও আধুনিক গানের ক্ষেত্রে তার লেখা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। বয়সজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।